মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হাজী জসিম উদ্দিনের দোয়াত-কলমের সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রোববার (১৯ মে) বিকালে হাজীগঞ্জ বাজারে মিছিল শেষে শেখ সিটি শপিং সেন্টারের সম্মুখে পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি পশ্চিম বাজারস্থ চৌরাস্তা থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর অনুষ্ঠিত পথসভায় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন।
বক্তব্যে তিনি দোয়াত-কলমের ভোট প্রার্থণা করে বলেন, ভোটের দিন অর্থ্যাৎ আগামি ২১ মে, মঙ্গলবার সকালে সবার আগে আমি ও আমাদের এবং পরিবারের ভোট নিশ্চিত করতে হবে। পরে বাড়িসহ পাড়া-প্রতিবেশীদের ভোট কেন্দ্রে নিয়ে এসে দোয়াত-কলমে সবাইকে ভোটদানের আহবান জানাতে হবে।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের উপস্থাপনায় মিছিল ও পথসভায় আওয়ামী লীগ নেতা খালেদুর রব মিঠু, আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু, অধ্যাপক মো. সেলিম, সত্যব্রত ভদ্র মিঠুন, সমীর লাল দত্ত, গোলাম ফারুক মুরাদ, হায়দার পারভেজ সুজন, মো. শাহজামালসহ দলীয়নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়ও যুবলীগ নেতা মাসুদ ইকবাল, তাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহেল আলম বেপারী, মেহেদী হাছানা রাব্বী, সাবেক ছাত্রলীগ নেতা আবু ইউসুফ গাজী মোহন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদুল ইসলাম, রাজন সাহা, শরীফ মোল্লা, শরীফুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার নেতাকর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন।