ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
কচুয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের প্রতিষ্ঠিত দৃষ্টিনন্দন ফাতেমা জামে মসজিদের কাজ সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমার নামাজ পড়ে ওই মসজিদ উদ্বোধন করেন, মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই।
উদ্বোধন উপলক্ষে আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের জেষ্ঠ্য পুত্র ও বিশিষ্ট সমাজসেবক ফয়সাল আজাদ রুবেল।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অস্ট্রোলিয়া শাখার বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জি.হাবিবুর রহমান, কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার,নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা কামাল,সমাজসেবক আব্দুল হান্নান, জসিম উদ্দিন, মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সমাজসেবক দেলোয়ার হোসেন, আবু হানিফ মিয়া, ইউপি সদস্য কাউছার আলম, ইকবাল হোসেন, সমাজসেবক হাজী মো. নুরুল আমিন মিয়াজী, কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
এসময় স্থানীয় ওলামায়ে কেরামসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতির মুক্তি ও মসজিদের সফলতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হাই
 
																			 Reporter Name
																Reporter Name								 























