শিরোনাম:
হাজীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ কি হবে ৩১ ডিসেম্বর, ফেসবুকে তোলপাড় ‘গোটা গণতন্ত্রকে কলঙ্কিত করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার’ চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ বৈষম্যবিরোধী আন্দোলনে পরিচয়, অবশেষে একে অন্যের জীবন সঙ্গী খালার বাড়ীতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, বিমান বন্দর থেকে খালু গ্রেফতার হাজীগঞ্জে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় মামলা, একজন গ্রেফতার নারী মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ হাজীগঞ্জে তালুকদার এন্টারপ্রাইজের উদ্বোধন চাঁদপুর শহর জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রায় ব্যাপক আলোড়ন

হাজীগঞ্জে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় মামলা, একজন গ্রেফতার

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মনির হোসেন মনা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

মামলাটি করেছেন নিহত মনির হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগম। ইতিমধ্যে এজাহারভুক্ত আসামি আমজাদ হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর ও ২৫ ডিসেম্বর পৃথক দুই দফা হামলার ঘটনা ঘটে। প্রথম হামলা ঘটে হরিপুর মধ্যপাড়ায় আবদুল হান্নানের চায়ের দোকানের সামনে এবং দ্বিতীয় হামলা মনির হোসেনের নিজ বাড়িতে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এতে মনির হোসেনসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। মনিরের মাথায় ১৯টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া হামলাকারীরা স্থানীয় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে।

নিহতের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, তার স্বামীর ভাগিনার সঙ্গে বিবাদীদের মাছ ধরাকে কেন্দ্র করে মতবিরোধ থেকে এই হামলার সূত্রপাত। প্রথম দফায় কিল-ঘুষি মারার পর, দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।

হামলায় আহতরা কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথা, হাত ও পায়ে ক্ষত রয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১