চাঁদপুরে জেলা বিএনপি সভাপতিসহ ৫৯ জনকে মামলা থেকে অব্যাহতি দিযেছে আদালত। পুলিশের দায়ের করা নাশকতা মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেয়া হয়। এ মামলায় চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৯ জন দলীয় নেতাকর্মী আসামী ছিলেন। ২০২২ সালের ৯ ডিসেম্বর নাশকতার অভিযোগ এনে মামলাটি পুলিশ বাদী হয়ে দায়ের করেছিল।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ চাঁদপুরের বেঞ্চ সহকারী মো. ওমর ফারুক জানান, শহরের মেথারোড ও জে এম সেনগুপ্ত রোডে নাশকতার রাজনৈতিক মামলাটিতে বাদী ছিলেন চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন সময়ের এসআই রাশেদুজ্জামান। মামলাটি হচ্ছে জি আর ৮৪৪/২২। এ মামলার বর্তমান তদন্তকারী কর্মকতা নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে চলতি বছরের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তারই পরিপ্রেক্ষিতে আদালতে হাজিরা দিলে মামলা থেকে অব্যাহতি পান জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৯ জন নেতাকর্মী।
এদিন দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে আসামি পক্ষের আইনজীবীরা এ মামলা থেকে অব্যাহতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।
অব্যাহতি পাওয়া চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিমসহ অন্যান্য আসামিরা সবাই যুবদল ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের।
এ বিষয়ে চাঁদপুর জেলা জজ কোর্টের এপিপি অ্যাড. ইয়াসিন ইকরাম বলেন, “এই মামলার বাদী ফ্যাসিবাদী নেতাকর্মীদের নির্দেশেই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করেছিলেন। অবশেষে আইনের প্রতি শ্রদ্ধাশীল মানিকভাইসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলাটি যে হয়রানিমূলক ছিল তা এই অব্যাহতি থেকে প্রমাণিত হলো।”