চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার-২০২৪ পেয়েছেন ছয় সাংবাদিক। বুধবার রাতে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন বিজয়ী সাংবাদিককে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
পুরস্কার প্রাপ্তরা হলেন- স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের ও চ্যানেল টোয়ান্টিফোরের জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এম ফরিদুল ইসলাম।
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কমিটির সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক অ্যাড. মো. শাহজাহান মিয়া, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীর চৌধুরী, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রাসেল প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে. মো. মো. শোয়ায়েব, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. কোহিনূর রশিদ, শহর জামায়াতের আমীর অ্যাড. মো. শাহজাহান খান, প্রেসক্লাবের ২০২৫ সালের কমিটির সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষসহ প্রেসক্লাবের কর্মকর্তা, সকল পর্যায়ের সদস্য, পেশাজীবী ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য আহম্মদ উল্লাহ ও গীতা থেকে পাঠ করেন লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
আলোচনা পর্ব শেষে বিজয়ী প্রত্যেক সাংবাদিককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
২০২৪ সালে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কারের জন্যে ৭০টি প্রতিবেদন জমা হয়। এর মধ্যে বাছাই করে জাতীয় সাংবাদিকদের মাধ্যমে জুরি বোর্ড গঠন করে বিচার কাজ সম্পন্ন করা হয়। এর মধ্যে ৬জন বিজয়ী হন।