শিরোনাম:
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নবীন শিক্ষার্থীদের বরন নির্বাচিত সরকার ছাড়া দেশের অবস্থার উন্নতি হবে না : বরকতউল্লাহ বুলু ‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের বড় প্রত্যাশা থাকতে হবে এবং মনযোগী ও পরিশ্রমি হতে হবে-জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন বড়কুল পূর্ব ইউনিয়নে কৃষি জমির মাটি কাটায় ২জনকে ১৫ দিন করে জেল চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা স্পিড ব্রেকার স্থাপনের প্রতিশ্রুতিতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে অবরোধ প্রত্যাহার হাজীগঞ্জে ছেলে ও পুত্রবধুর মারধরে বাবার মৃত্যু হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভায় মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও মনিরুজ্জামান বাবলুকে সংবর্ধনা প্রদান সরকারি ভাতার কার্ডে বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে ৩৫০ টাকা করে নেওয়ার অভিযোগ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নবীন শিক্ষার্থীদের বরন

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ, ৭ম ও নবম শ্রেণির (ভোক) শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী ২০২৪) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল।

তিনি বলেন, তোমরা শুধুমাত্র পড়ালেখায় সীমাবদ্ধ থাকবে না। এক্সটা ক্যারিকুলাম যেমন বিতর্ক, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন শিক্ষামূলক কাজে মনোযোগ দিতে হবে। যাতে তোমাদের বাস্তব জীবনে কাজে লাগে। স্কুলে মোবাইন ফোন ব্যবহার করা যাবে না। বছরের প্রতিদিন পড়ার টেবিলে বসতে হবে, ফেল (অকৃতকার্য) করলে  পরের শ্রেণিতে প্রমোটেড হবে না। মোবাইল ফোন নিয়ে পড়ার টেবিলে বসা যাবেনা।

স্কুলকে ভালোবাসতে হবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষককে সন্মান দিতে হবে। সিনিয়রদের শ্রদ্ধা ও জুনিয়রদের স্নেহ করতে হবে। ক্লাসে মনযোগী হতে হবে। প্রতিদিনের পড়া নোট করতে হবে। কোন লেসন্ বা অধ্যায় না বুঝলে শিক্ষকদের কাছ থেকে জেনে ও বুঝে নিতে হবে। পাশাপাশি বাড়ির কাজ সম্পন্ করতে হবে। তোমরা হচ্ছো কাঁদামাটির মতো, এখন থেকে নিজেদেরকে যেভাবে তৈরি করবে সেভাবে জীবন সাজাতে পারবে।

অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ। শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক হোসাঈনুল আজম, বিএম শাখার সহকারী অধ্যাপক মালেকা পারভীন, কলেজ শাখার সমন্বয়ক মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্ময়কারী জহিরুল ইসলাম মজুমদার।

শিক্ষক তানিয়া সুলতানা ও লিপি রানী দে’র যৌথ উপস্থাপনায় এসময় আরো বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান ও মহিউদ্দিন নাজমুস শাহাদাত, শিক্ষার্থী শেখ নুরজাহান, তাহমিদ ইসমাঈল সরদার, জাবীন ইসলাম সাবা, ইফতে সামস মাহের ও তাবসিরুল ইসরাক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মো. ইসমাঈল হোসেন ও গীতা থেকে পাঠ করেন ঈষিতা দেবনাথ।

এরপর ৬ষ্ঠ, ৭ম ও নবম শ্রেণির (ভোক) নবীন শিক্ষার্থীদের ফুল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১