ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
গভীর রাতে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে কম্বল নিয়ে ছুটে গেলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী। শনিবার উপজেলার পিপলকরা আলহাজ¦ আলী আকবর মাদ্রাসারসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও অহসায় গরিবদের মাঝে মধ্য রাতে কম্বল বিতরণ করতে দেখা যায় ইউএনও হেলাল চৌধুরীকে। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. মতিউর রহমান জানান, ইউএনও স্যার শনিবার মধ্যরাতে মাদ্রাসার সামনে এসে আমাকে ফোন করে ঘুম থেকে জেগে তোলে মাদ্রাসার শিক্ষার্থীদের কম্বল দিয়ে জড়িয়ে ধরেন। তখন শিক্ষার্থীদের মধ্যে এক হৃদয়বিদারক দৃশ্য ফুটে উঠে। ইউএনও নিজ সন্তানদের মতো শিক্ষার্থীদের জড়িয়ে ধরেন। পরে সকল শিক্ষার্থীদের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন।
ইউএনও মোহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সমাজের অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানরা যদি শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে শীতার্তদের কষ্ট লাঘবে যথেষ্ট ভূমিকা রাখতে পারে। সকলের সহযোগিতায় অসহায় শীতার্তদের জীবন এনে দিতে পারে সুখ শান্তি। কম্বল বিতরণ কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, মাওলানা মো. আব্দুস সালাম, ইউপি সদস্য আবু সাঈদ (রাশেদ), সমাজসেবক নুরুজ্জামান, হাফিজুর রহমান, বদিউল আলম, রাশেদ পাটোয়ারী,মজিবুর রহমান, গ্রাম পুলিশ সৈয়দ আহমেদ উপস্থিত ছিলেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, পটপরিবর্তনের পর যোগদানকৃত নতুন ইউএনও হেলাল চৌধুরী রাতের আধারে পিআইও রাকিবুল ইসলামকে সাথে নিয়ে অসহায় শীতার্তদের পাশে কম্বল নিয়ে ছুটে চলছেন। প্রচন্ড শীত উপেক্ষা করে শীতার্র্ত অসহায় মানুষ গুলোর গায়ে নিজ হাতে জড়িয়ে দেন কম্বল। কম্বল পেয়ে মহাখুশি লক্ষ্য করা যায় শীতার্ত মানুষগুলোর মাঝে। তার এই মহৎ উদ্যোগের জন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ইউএনও হেলাল চৌধুরী।