হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
তিনি তাঁর বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তান আপনার, দায়িত্বও আপনার। তাকে নিয়মিত স্কুলে পাঠাবেন এবং সে স্কুলে আসে কিনা, কার সাথে চলাফেরা করে, স্কুলে নিয়মিত ক্লাস হয় কিনা এবং স্কুলে দেওয়া বাড়ির কাজ আদায় করে কিনা, এসব বিষয়ে খেয়াল রাখবেন। তাঁর প্রয়োজন অনুযায়ী আবদার (চাহিদা) পূরণ করবেন। অতিরিক্ত কোন কিছু দিবেন না। অতিরিক্ত আদরও দিবেন না এবং অতিরিক্ত শাসনও করবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ¦ মো. আবু তৈয়ব, সমাহারের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো মিজানুর রহমান আশ্রাফী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহিউদ্দিন পাটওয়ারী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জি. জাহাঙ্গীর আলম চৌধুরী, এ্যাড. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম মোহন, শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ও শিক্ষার্থীদের পক্ষে ফয়সাল হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইঞ্জি. মমিনুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শিক্ষক জান্নাতুল বাকীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী আফসানা আক্তার ও গীতা থেকে পাঠ করেন পায়েল রানী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন, সহ-সভাপতি আব্দুল গফুর পাটওয়ারী, মোশারফ হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুর জব্বার, ছাত্রনেতা মামুন, তারেক, রিপন মোল্লা, সাহিদ, শাহাজাল সোহাগ, আল আমিন, অমিত হাছান মানিক, হুমায়ুন, টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।