হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে রোববার (৯ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা সভাকক্ষে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকরা।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, সহকারী অধ্যাপক কাজী নাসির উদ্দিন, প্রভাষক আব্দুল্লাহ আল শাহীন ও আব্দুর রহিম। এসময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।