চাঁদপুরের শাহরাস্তি সাহেব বাজারে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ৪টি দোকান ও মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে শাহরাস্তি সাহেব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক সুজন জানান তার কাপড়ের দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও জানান, কিস্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিল, দোকান পুড়ে যাওয়ায় এখন সে প্রায় নিঃস্ব।
অপরদিকে মিম সুইটস মিষ্টির দোকানেও আগুন লেগে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক মোস্তাকিম জানিয়েছেন ।
আরেক দোকানদার গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, তার মুদি দোকানে আগুন লেগে ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
ব্যবসায়ী মোহাম্মদ ইমরান জানান, তার দোকানেও আগুন লেগেছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি তা এখন নির্ণয় করতে পারেনি।
স্থানীয় প্রশাসন ও সরকারিভাবে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।