শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক শেষে আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ২টায় শাহরাস্তি বাসস্ট্যান্ড থেকে এ পদযাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন,“এই দেশ শুধু শোক পালনের জন্য নয়, জেগে উঠার জন্য। রাষ্ট্রের প্রতিটি ব্যর্থতায় জনগণ আজ হতাশ। আমাদের রাজনীতি হতে হবে জবাবদিহিতার, নেতৃত্ব হতে হবে সাহসী ও দেশপ্রেমিক। আমরা ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থার বিপরীতে নতুন বিকল্প হিসেবে সামনে আসছি—তরুণদের শক্তিতে, ন্যায়ের পক্ষে।”তিনি আরও বলেন,“উত্তরার দুর্ঘটনায় আমরা গভীর শোকাহত। কিন্তু সেই শোকেও রাজনীতির দায়িত্ব থেমে থাকতে পারে না। তিনি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে একে ‘রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ ’ বলে আখ্যা দেন এবং বলেন, “রাষ্ট্র যদি সংস্কার না হয়, সামনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। আমরা সে কথাই বলতে এসেছি। এছাড়াদুর্নীতি, অব্যবস্থাপনা আর দলকানা আমলাতন্ত্রই আজকের রাষ্ট্রীয় দুরবস্থার মূল। এনসিপি সেই দুঃসময়ের শেষ প্রহর গোনার ডাক দিচ্ছে।”তিনি এলাকায় উন্নয়ন করার কথাও বলেন।
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন—দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, অনিক রায়, ডা. তাসনিম জারা, তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ করেন শাহরাস্তি উপজেলা এনসিপির সদস্য সচিব শেখ রহমাত উল্লাহ, ছাত্রনেতা রেদোয়ান হোসেন, তারেক আজিজ, আমান, আবু সুফিয়ান প্রমুখ৷ দুপুরের এই কর্মসূচি সঞ্চালনা করেন এনসিপির শাহরাস্তি উপজেলা প্রধান সমন্বয়ক আমানউল্লাহ পাটোয়ারী। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।এনসিপি’র দাবি—দেশকে পরিবর্তন করতে হলে সাহসী মানুষের নেতৃত্বে বিশ্বাস করতে হবে। আর সেই পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে জনগণের কাঁধে হাত রেখে।