শাহরাস্তির দৈয়ারা দারুছ ছুন্নাত মবিনিয়া ,নেছারিয়া, ইসলামিয়া দাখিল মাদ্রাসার বেহাল দশা, উন্নয়নের ছৌঁয়া থেকে বঞ্চিত, বারবার আবেদন করেও ব্যর্থ ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নোমান মোহাম্মদ আব্দুর রহমান জানান, ১৯৭৭ সালে কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও জনসাধারণের আর্থিক সহযোগিতার মাধ্যমে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন হতে অধ্যাবধি অত্র প্রতিষ্ঠানটি সুদক্ষ শিক্ষক মন্ডলী ও পরিচলনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে মাদ্রাসায় প্রায় ৪০০ জন ছাত্র/ছাত্রী অধ্যয়ন করছে। মাদ্রাসাটির বিগত বছরগুলোর দাখিল কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক । তিনি বলেন সরকার কর্তৃক মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক দেশ জুড়ে চলমান আছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মাদ্রাসাটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত।
এ প্রতিষ্ঠানটিতে সাতটি কাঁচা টিনসেড ঘর রয়েছে। জরাঝীর্ণ যা পাঠদানের উপযুক্ত নয়। ঝড় বৃষ্টির সময় অধিকাংশ ছাত্র ছাত্রীদের বই খাতা বৃষ্টির পানিতে ভিজে যায়। টিনশেড এর ঘর হওয়ায়, প্রখর রোদ্র ও গরমের সময় ছাত্র-ছাত্রীদের, শ্রেণি কক্ষে অবস্থান করা খুবই কষ্টকর। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মাদ্রাসাটির জন্য একটি নতুন বহুতল ভবনের দাবি করছেন মাদ্রাসা সুপার ও এলাকাবাসী।