ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের হাজীগঞ্জ শাখার ম্যানেজার মো. রহমত উল্লাহ রতনের বদলিজনিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন প্রচেষ্টার আয়োজনে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় তাঁকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
প্রচেষ্টার সভাপতি মো. সাজ্জাদ রশিদ ডেভিডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মো. রহমত উল্লাহ রতনের নতুন কর্মস্থলে শুভকামনায় হাজীগঞ্জে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ বক্তব্য রাখেন, প্রচেষ্টার কার্যকরি কমিটির সদস্যবৃন্দ।
এসময় প্রচেষ্টার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মো. রহমত উল্লাহ রতন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রচেষ্টার বিভিন্ন পর্যায়ের সদস্য ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।