ঢাকা 11:52 pm, Sunday, 17 August 2025

ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪৫৩তম সাহিত্য আড্ডায় গল্প-কবিতা পাঠ

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ৪৫৩ তম সাহিত্য আড্ডায় কবি সাহিত্যিকরা গল্প কবিতা নিয়ে আড্ডা দিচ্ছেন।

ভাদ্রের তালপাকা গরমের শেষে পড়ন্ত বিকেলে সূর্যিমামা যখন পাটে যাচ্ছিল, তারই পূর্ব মুহূর্তে স্নিগ্ধ আবহাওয়ায় ফরিদগঞ্জ লেখক ফোরামের একঝাঁক সাহিত্য পাখির কলতানে অনুষ্ঠিত হয়েছে ৪৫৩তম সাহিত্য আড্ডা।
শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ লেখক ফোরামের নিজস্ব নতুন কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় এবং সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে সাহিত্য আড্ডায় পাঠ করা হয় স্বরচিত ও স্বনির্বাচিত বিভিন্ন সাহিত্যকর্ম।

শুরতেই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন শীল লিটলম্যাগ খোয়াবে প্রকাশিত তার আঞ্চলিক ভাষায় লিখিত ‘আম বানাইন্না’ ছড়াটি পাঠ করেন। স্বরচিত কবিতা ‘প্রেমিকা’ ও ‘স্মৃতিরা আনন্দময়’ এবং প্রখ্যাত কবি আবিদ আজাদের কবিতা পাঠ করেন কবি হাসানুজ্জামান। লেখা পাঠ করেন সভাপতি ফরিদ আহমেদ মুন্না; যার শিরোনাম ছিল ‘নিষিদ্ধ’ ও ‘পোড়া ফুল’।

লেখা পাঠের পাশাপাশি আড্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ছিল পঠিত সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, সমালোচনা। পঠিত ছড়া, কবিতা নিয়ে বিশদ আলোচনা ও স্মৃতিচারণ করেন খোয়াব সম্পাদক অমৃত ফরহাদ, কবি হাসানুজ্জামান, খোয়াব সম্পাদক দন্ত্যন ইসলাম, সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ মুন্না, সাবেক সহ-সভাপতি কবি শ্রাবন রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন শীল, সদস্য জাকির হোসেন সৈকত।

সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য- আবদুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, দপ্তর সম্পাদক টিটু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিতু রানী দেবনাত, ইয়াছিন পালোয়ান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই বছর বয়সি শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪৫৩তম সাহিত্য আড্ডায় গল্প-কবিতা পাঠ

Update Time : 10:08:24 pm, Sunday, 17 August 2025

ভাদ্রের তালপাকা গরমের শেষে পড়ন্ত বিকেলে সূর্যিমামা যখন পাটে যাচ্ছিল, তারই পূর্ব মুহূর্তে স্নিগ্ধ আবহাওয়ায় ফরিদগঞ্জ লেখক ফোরামের একঝাঁক সাহিত্য পাখির কলতানে অনুষ্ঠিত হয়েছে ৪৫৩তম সাহিত্য আড্ডা।
শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ লেখক ফোরামের নিজস্ব নতুন কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় এবং সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে সাহিত্য আড্ডায় পাঠ করা হয় স্বরচিত ও স্বনির্বাচিত বিভিন্ন সাহিত্যকর্ম।

শুরতেই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন শীল লিটলম্যাগ খোয়াবে প্রকাশিত তার আঞ্চলিক ভাষায় লিখিত ‘আম বানাইন্না’ ছড়াটি পাঠ করেন। স্বরচিত কবিতা ‘প্রেমিকা’ ও ‘স্মৃতিরা আনন্দময়’ এবং প্রখ্যাত কবি আবিদ আজাদের কবিতা পাঠ করেন কবি হাসানুজ্জামান। লেখা পাঠ করেন সভাপতি ফরিদ আহমেদ মুন্না; যার শিরোনাম ছিল ‘নিষিদ্ধ’ ও ‘পোড়া ফুল’।

লেখা পাঠের পাশাপাশি আড্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ছিল পঠিত সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, সমালোচনা। পঠিত ছড়া, কবিতা নিয়ে বিশদ আলোচনা ও স্মৃতিচারণ করেন খোয়াব সম্পাদক অমৃত ফরহাদ, কবি হাসানুজ্জামান, খোয়াব সম্পাদক দন্ত্যন ইসলাম, সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ মুন্না, সাবেক সহ-সভাপতি কবি শ্রাবন রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন শীল, সদস্য জাকির হোসেন সৈকত।

সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য- আবদুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, দপ্তর সম্পাদক টিটু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিতু রানী দেবনাত, ইয়াছিন পালোয়ান প্রমুখ।