চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. মাইনুদ্দিন আয়াত নামের দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আয়াত ওই বাড়ির নিজাম উদ্দিন উজ্জ্বল আহাম্মদের একমাত্র ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো শিশু আয়াত নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন লোকজন।
এসময় তাদের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে আয়াতকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, শিশু আয়াতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এসময় তিনি বলেন, যেসব পরিবারে ছোট বাচ্ছা রয়েছে এবং সাঁতার জানেনা, সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক থাকতে হবে।
Reporter Name 


















