হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, হাজীগঞ্জ বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
সর্বশেষ বুধবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে ঢাক-ঢোল ও ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় অফিসের সম্মুখে এসে শেষ হয়।
এর পূর্বে দুপর ২টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খ- খ- মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সম্মুখে আসতে থাকে নেতাকর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গণি মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূট্রো, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, পৌর বিএনপির উপদেষ্টা সদস্য সাহাবুদ্দীন শাহিন, সহ-সভাপতি অ্যাড. ওমর ফারুক টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মজুমদার, আবু বকর ছিদ্দিক সুমন, শাহজাহান রাসেল, হাছান পাটওয়ারী, জহিরুল ইসলাম, পৌর যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ সবুজ, আরজীল হোসেন দীনার, আ. রব ও ঝুটন প্রমূখ।