হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির নেতৃবৃন্দ ও স্থগিত নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহীত প্রার্থীদের অংশগ্রহণ করেন।
সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবুল কাশেম। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন সাবুর উপস্থাপনায় হাজীগঞ্জ বাজারের সীমানা নির্ধারণ, হালনাগাদের মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন, মামলা নিষ্পত্তি বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও সকলের মতামতের ভিত্তিতে স্থগিত নির্বাচনে ৭২ জন প্রার্থীর মনোনয়নপত্র ফি ফেরত এবং স্থগিত নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা’সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, সভাপতি ও সাধারণ সম্পাদক’সহ সহ-সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসেন, অর্থ সম্পাদক হাসান মাহমুদ, ওয়ার্ড কমিশনার মো. মহিউদ্দিন মাইনু, জিসান আহমেদ ছিদ্দীকি প্রমুখ।
স্থগিত নির্বাচনে প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ইকবাল মজুমদার, আব্দুল মজিদ, কাউছার আহমেদ, ওমর ফারুক, সফিকুর রহমান, ইয়াছিন আরাফাত, ফারুক সর্দার, হাসিনা আক্তার শেলী, শরীফুল ইসলাম, মোহাম্মদ হাছান, আকতার হোসেন, হাসান পাটওয়ারী, মোস্তফা কামাল, কাজী মোরশেদ আলম, খোরশেদ আলম সর্দার, আব্দুর রহিম, আবু হেনা বাবলু, মো. হারুন রশিদ, মনির হোসেন, শামসুদ্দিন নূর প্রমুখ।
এসময় সমিতির দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম মুন্সী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু নোমান রিয়াজ, কমিশনার মনির হোসেন সাগর, মো. আমির হোসেন, মো. মিজানুর রহমান, মো. মানিক মজুমদার ও আল-আমিনসহ কার্যকরি কমিটির অন্যান্য সদস্য ও স্থগিত নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।