শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনকে ফুল দিয়ে বরণ ও মতবিনিময় করেছেন নবগঠিত মুক্তিযোদ্ধা এডহক কমিটির নেতৃবৃন্দ। ৮ ই সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান পাটোয়ারী, যুগ্নআহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: সেলিম খাঁন, ও সদস্য বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী। মতবিনিময় সভায়, শাহরাস্তি উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয়, সুযোগ, সুবিধা ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।