সৌদিআরবে হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুরের হাজীগঞ্জের মো. ফারুক হোসেন পাটওয়ারী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় সৌদিআরবের দাম্মাম শহরের নিজ বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
ফারুক হোসেন উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের পাটওয়ারী বাড়ির মরহুম বাচ্চু পাটওয়ারীর বড় ছেলে। জীবিকার তাগিদে দশ মাস পূর্বে প্রায় ৮ লাখ টাকা ধার-দেনা করে সৌদিআরবে গিয়েছেন। কিন্তু পারিবারিক স্বচ্ছলতা-তো দূরের কথা, সেই ধার-দেনা পরিশোধের আগেই তিনি মৃত্যুবরণ করেন ।
নিহতের ছোট ভাই মো. ইকবাল হোসেন পাটওয়ারী বলেন, আমার বড় ভাই ৮ লাখ টাকা কিস্তি (ঋণ) ও ধার-দেনা করে সৌদিআরবে এসেছেন। তিনি দাম্মামে একটি কপিশপে শ্রমিকের কাজ করতেন। এরমধ্যে ঋণের দুই লাখ টাকার মতো তিনি পরিশোধ করতে পেরেছেন। এখনো বাকি প্রায় ছয় লাখ টাকা।
তিনি জানান, তার (ফারুক হোসেন) ছেলে-মেয়েরা এখনো অবুঝ ও ছোট। ভাইয়ের স্ত্রী, ১৩ বছর ও ৮ বছর বয়সি দুই মেয়ে এবং ৫ বছর বয়সি এক ছেলে’সহ তিন সন্তান রয়েছে। এখন ঋণের টাকা শোধ করবে কীভাবে, আর তার পরিবার চলবে কীভাবে ? এ কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
ইউপি সদস্য আতিকুর রহমান বলেন, জানতে পেরেছি আজ সকাল ৭টার সময় সৌদিআরবে দাম্মামে নিজ বাসায় ফারুক হৃদরোগ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হন। ওই সময় তার স্বজনেরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। অনেক টাকা ঋণ আছে। ফারুকের মৃত্যুতে তার পরিবার (স্ত্রী) দিশেহারা।
বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব বলেন, সেখানে (সৌদিআরব) ফারুকের ভাই ও ভগ্নিপতি আছে। তারা তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করবেন। ফারুক ভালো মানুষ ও পরিশ্রমি ছিলেন। কয়েকমাস পূর্বে পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে প্রবাসে গিয়েছেন। এখন ফিরছেন লাশ হয়ে।