ঢাকা 11:19 pm, Wednesday, 15 October 2025

শাহরাস্তিতে ভবঘুরে পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ

প্রতিনিধির পাঠানো ছবি

শাহরাস্তিতে এক মানসিক ভারসাম্যহীন তরুণী (২৫) মৃত নবজাতকের জন্ম দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউপির নালিয়াপাড়া পুটিয়া গ্রামের সিএনজি চালক আব্দুর রশিদের বাড়িতে পাগলীটার প্রসব ব্যাথা ওঠায় সেখানে আশ্রয় নেন। পরে সন্ধ্যা ৬টার দিকে ওই তরুণী মৃত শিশু প্রসব করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

খবর পেয়ে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণী ও নবজাতককে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. মো. আছিবুল আহসান চৌধুরীর তত্ত্বাবধানে শিশুটির ময়নাতদন্ত শেষে ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়। পরবর্তীতে আঞ্জুমান মফিদুল ইসলামের খাদেম মেহেদী হাসানকে মৃতদেহ কবরস্থ করার জন্য বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী নিজের নাম-পরিচয় বলতে সক্ষম নন। জিজ্ঞাসাবাদে তিনি শুধু ‘আসকারা’ শব্দটি উচ্চারণ করেন। ফলে তার পরিচয় সনাক্তে সোশ্যাল মিডিয়ায় স্থানীয়রা ঘটনাটি প্রচার করেছে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবুল বাশার জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে অজ্ঞাত ওই তরুণীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মৃত শিশুর ঘটনায় থানায় ইউডি মামলা (নম্বর: ০৪/২৯, তারিখ: ২৩.০৯.২৫) রুজু হয়েছে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আকলিমা জাহান বলেন, তরুণীকে হাসপাতালে আনার পর নবজাতককে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে আমরা ওই তরুণীর চিকিৎসার ব্যবস্থা করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে রেলওয়ের সম্পত্তি নবায়ন করেও রেহাই পেল না  ১টি পরিবার

শাহরাস্তিতে ভবঘুরে পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ

Update Time : 10:33:59 pm, Saturday, 27 September 2025

শাহরাস্তিতে এক মানসিক ভারসাম্যহীন তরুণী (২৫) মৃত নবজাতকের জন্ম দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউপির নালিয়াপাড়া পুটিয়া গ্রামের সিএনজি চালক আব্দুর রশিদের বাড়িতে পাগলীটার প্রসব ব্যাথা ওঠায় সেখানে আশ্রয় নেন। পরে সন্ধ্যা ৬টার দিকে ওই তরুণী মৃত শিশু প্রসব করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

খবর পেয়ে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণী ও নবজাতককে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. মো. আছিবুল আহসান চৌধুরীর তত্ত্বাবধানে শিশুটির ময়নাতদন্ত শেষে ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়। পরবর্তীতে আঞ্জুমান মফিদুল ইসলামের খাদেম মেহেদী হাসানকে মৃতদেহ কবরস্থ করার জন্য বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী নিজের নাম-পরিচয় বলতে সক্ষম নন। জিজ্ঞাসাবাদে তিনি শুধু ‘আসকারা’ শব্দটি উচ্চারণ করেন। ফলে তার পরিচয় সনাক্তে সোশ্যাল মিডিয়ায় স্থানীয়রা ঘটনাটি প্রচার করেছে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবুল বাশার জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে অজ্ঞাত ওই তরুণীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মৃত শিশুর ঘটনায় থানায় ইউডি মামলা (নম্বর: ০৪/২৯, তারিখ: ২৩.০৯.২৫) রুজু হয়েছে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আকলিমা জাহান বলেন, তরুণীকে হাসপাতালে আনার পর নবজাতককে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে আমরা ওই তরুণীর চিকিৎসার ব্যবস্থা করেছি।