ঢাকা 3:25 pm, Wednesday, 15 October 2025

শাহরাস্তিতে প্রেমে ব্যর্থ হয়ে অভিমানে শিক্ষার্থীর আত্মহনন

শাহরাস্তি উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে আঁখি আক্তার (১৮) নামে এক আলিম দ্বিতীয় বর্ষের মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

২৪ সেপ্টেম্বর (বুধবার) উপজেলার কাকৈরতলা (তনুর বাড়ি) গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আঁখি আক্তার একই গ্রামের আবুল খায়েরের মেয়ে এবং লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। রাতেই আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর আঁখি তার কক্ষে ঘুমাতে যান। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মা সুফিয়া বেগম তাকে ডাকতে গিয়ে দেখেন, আঁখি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেঝেতে শোয়ান। খবর পেয়ে শাহরাস্তি থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার রায়শ্রী উঃ ইউপির রশিদপুর গ্রামের এক যুবকের সঙ্গে তার বোনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রস্তাব নিয়ে ছেলের মা প্রথমে সম্মতি দিলেও পরে নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ায় আঁখি আত্মহননের পথ বেছে নিতে পারেন বলে তিনি ধারণা করেন।

এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম থানায় অভিযোগ করলে শাহরাস্তি মডেল থানায় অপমৃত্যু মামলা (নং-০৫/২৯, তারিখ: ২৪/০৯/২০২৫) রুজু হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) মনিরুজ্জামানের ওপর অর্পণ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে রেলওয়ের সম্পত্তি নবায়ন করেও রেহাই পেল না  ১টি পরিবার

শাহরাস্তিতে প্রেমে ব্যর্থ হয়ে অভিমানে শিক্ষার্থীর আত্মহনন

Update Time : 11:13:20 pm, Saturday, 27 September 2025

শাহরাস্তি উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে আঁখি আক্তার (১৮) নামে এক আলিম দ্বিতীয় বর্ষের মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

২৪ সেপ্টেম্বর (বুধবার) উপজেলার কাকৈরতলা (তনুর বাড়ি) গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আঁখি আক্তার একই গ্রামের আবুল খায়েরের মেয়ে এবং লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। রাতেই আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর আঁখি তার কক্ষে ঘুমাতে যান। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মা সুফিয়া বেগম তাকে ডাকতে গিয়ে দেখেন, আঁখি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেঝেতে শোয়ান। খবর পেয়ে শাহরাস্তি থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার রায়শ্রী উঃ ইউপির রশিদপুর গ্রামের এক যুবকের সঙ্গে তার বোনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রস্তাব নিয়ে ছেলের মা প্রথমে সম্মতি দিলেও পরে নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ায় আঁখি আত্মহননের পথ বেছে নিতে পারেন বলে তিনি ধারণা করেন।

এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম থানায় অভিযোগ করলে শাহরাস্তি মডেল থানায় অপমৃত্যু মামলা (নং-০৫/২৯, তারিখ: ২৪/০৯/২০২৫) রুজু হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) মনিরুজ্জামানের ওপর অর্পণ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”