শাহরাস্তি উপজেলায় ট্রেনে কাটা পড়ে মান্না হোসেন পাঠান (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলার শাহরাস্তি উপজেলার মেহের রেলস্টেশনের পশ্চিম পাশে ট্রেনের নিচে কাটা পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মান্না হোসেন পাঠান কচুয়া উপজেলার নলুয়া গ্রামের পাঠান বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা শাহরাস্তি থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, মান্না হোসেন পাঠান মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন পরপর বাড়ি থেকে বের হয়ে যায়। শনিবার সকালে খবর পেলাম ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
শাহরাস্তি থানা থেকে জানা যায়, রাতে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় নিহতের পরিচয় শনাক্ত করে।
এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।