শাহরাস্তি উপজেলায় ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: মহসিন উদ্দিন। ১ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় তিনি শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বরুলিয়া পঁতিচো সর্বজনীন পূজা মণ্ডপ ও শ্রী শ্রী মেহার কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পূজা মণ্ডপে জেলা প্রশাসক ও তার সাথে আগত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। পূজা মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মন্ডপে আসা পূজারী এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,”বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতি দেশ” আদিকাল থেকেই এদেশের সকল ধর্মের মানুষ একে অপরের সাথে সম্প্রীতি বজায় রেখে আসছে। এই সম্প্রীতি ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে। জেলা প্রশাসক আরও বলেন, ২০২৪ সালে আমাদের দেশে একটি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে কেউ যেন এমন কোন কাজে জড়িয়ে না যাই সেদিকে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বর্তমানে দেশে সুশৃঙ্খলভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপিত হচ্ছে, এটা যেন কোনভাবে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যাতে এলাকার শান্তি-শৃংঙ্খলা বজায় রাখা যায় সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে।
এ সময় বক্তব্য রাখেন ২১ বীর এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন পিএসসি, জেলা পুলিশ সুপার মুহম্মদ রকিব উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কমল কুমার ঘোষ এর পরিচালনায়
উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল হাই, শাহরাস্তির উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), শাহরাস্তি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটনসহ গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।