শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক শাহরাস্তি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর) রাতে তিনি উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে একাধিক মণ্ডপ ঘুরে দেখেন।তিনি পৌরসভার নিজমেহের দক্ষিণ, উপলতা পুরোহিতবাড়ি, পালপাড়া, মেহের কালীবাড়ি হরিসভা, বরুলিয়া পঁতিচো এবং গন্ধেবপুর পূজামণ্ডপসহ বেশ কয়েকটি স্থানে যান। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। সম্প্রীতির বন্ধনে পূজা উদযাপন— ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের মতো শাহরাস্তি উপজেলা সম্প্রীতির বন্ধন অটুট রেখে পূজা উদযাপন করে আসছে।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন— দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে অনুষ্ঠিত হয়। সেই নির্দেশনা অনুযায়ী তাঁরা প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন আগামী দিনগুলোতেও আমরা আপনাদের পাশে থাকবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম,পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, পৌর যুব দলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন, যুব দল নেতা আদনান নোমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার এবং সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুন।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর শাহরাস্তি উপজেলায় মোট ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের শারদীয় দুর্গোৎসব ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে ২ অক্টোবর সমাপ্ত হবে।