৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শাহারাস্তি উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সমাজসেবা অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, তিনি তার বক্তব্যে বলেন পিতা-মাতার ভরণ-পোষণ আইন-২০১৩ বাস্তবায়ন এবং বয়স্ক ভাতা’সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা সেবা উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যা প্রবীণদের মর্যাদা ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম বার, উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুল আমিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে সমাজসেবা অফিসার বলেন, সমাজসেবা পরিবার প্রবীণদের কল্যাণে কাজ করে যাচ্ছে। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বয়স্ক ভাতা’সহ বিভিন্ন ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রবীণদের জীবনমান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।