চাঁদপুরে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়েছে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা।
শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত শহরের আল-আমিন একাডেমি ছাত্রী শাখার সেমিনার কক্ষে প্রথম কর্মশালা এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন এআই কম্পিউটার একাডেমিতে দ্বিতীয় কর্মশালার আয়োজন করে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়।
স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীর সম্পৃক্তি এবং শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা।
চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন জানান, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখার কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ৩০জন অংশগ্রহন করেছেন। অংশগ্রহনকারীরা হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা ও ব্যবহারের ধারণা নিয়েছেন। দুটি কর্মশালায় একই ধরণের আয়োজন রাখা হয়।
রিসোর্স পারসন ছিলেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট এন্ড সেফটি টিমের মেম্বার ও বাংলা উইকিপিডিয়ার এডমিন নাহিদ সুলতান, বাংলা উইকিপিডিয়া এডমিন ও উইকিউইকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহিয়া এবং শাকিল হোসেন।
কর্মশালায় উইকিপিডিয়া সম্পাদনা সংক্রান্ত সাধারণ সমস্যার সমাধান, এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে অংশগ্রহণকারীদের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়।
এর আগে ২০১৯ সালে চাঁদপুরে প্রথম উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়।