স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের দিক নির্দেশনায় ১৪ অক্টোবর মঙ্গলবার পাঁচটার দিকে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে অবৈধ ড্রেজারে অভিযান চালিয় শাহরাস্তি উপজেলা প্রশাসন।
উপজেলা বড়তুলায় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রিতে জড়িত ব্যক্তিবর্গ ও জমির মালিক পালিয়ে যায়।
এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। জানা গেছে অভিযুক্ত স্থানে কাউকে না পেয়ে ড্রেজারটির সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়। উক্ত স্থানে উপস্থিত সাধারণ জনগণকে নির্দেশনা প্রদান করেন উক্ত জমির মালিক ও অবৈধ ড্রেজারে মালিক পক্ষকে বলার জন্য অবৈধ ড্রেজারের মালিক পক্ষ যেন অভিযোগ স্থান থেকে তার অবৈধ ড্রেজার মেশিনটি সরিয়ে নেয়।উক্ত অভিযানে সহযোগিতা করেন উপজেলা আনসারের পিসি ও সঙ্গীয় ও ফোর্স এবং উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মরত কর্মকর্তাও কর্মচারীগণ।