শাহরাস্তি মিড পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে শাহরাস্তি উপজেলার কালিবাড়ি মাজার রোডে অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মুহাম্মদ রায়হান চৌধুরী। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মান সম্মান মানসম্মত চিকিৎসা ব্যবস্থা এইজনপদে পৌঁছে দিতে এই আয়োজন। তিনি বলেন সকল আধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করার চেষ্টা চলছে। আপনাদের সহযোগিতা পেলে আবার এগিয়ে যাব অনেক দূর।
হাসপাতাল উদ্যোক্তা কাজী কামাল হোসেনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁদপুর শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাওলানা মোঃআবুল হোসাইন,ডাঃ আফতাব উদ্দিন ভূঁইয়া শাহরাস্তি পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী,উপজেলা জামায়েত ইসলামীর আমির মোহাম্মদ মোস্তফা কামাল, পৌর বিএনপি সাবেক আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, উদ্যোক্তাদের মধ্যে আলী আজগর মোল্লা, হারুন অর রশিদ, মোহাম্মদ মানিক, ফিরোজ,নজরুল ইসলামসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।