চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে একটি যাত্রী ছাউনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮অক্টোবর) উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ-চেঙ্গাছাল রাস্তার মাথায় নবনির্মিত এ যাত্রী ছাউনী উদ্বোধন করা হয়। এই যাত্রী ছাউনীটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা সাবেক সভাপতি লায়ন ইঞ্জি: মমিনুল হক।
তিনি বক্তব্য বলেন, বিএনপি সব সময় জনকল্যাণে কাজ করে, ভবিষ্যতেও বিএনপি জনকল্যাণে কাজ করা অব্যাহত রাখবে। এই যাত্রী ছাউনীটি স্থানীয় জনসাধারণের কল্যানে অবদান রাখবে।
তিনি আরও বলেন ভবিষ্যতে আমরা উন্নয়নমুলক কাজ করবো। উদ্বোধন ফলকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়াত আলী ভূঁইয়া এবং সহ সভাপতি মো: আবু ইউছুফ রুপন পাটোয়ারী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ উল্লাহ মিয়াজি, সাধারণ সম্পাদক – কিরন মুন্সি, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাগর, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, ইউনিয়ন যুবদলের সভাপতি – মোঃ আলম, বিএনপি নেতা একরামুল হক প্রমুখ।