চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড়ের হোসেন উদ্দিন হাজী বাড়ির তরুণ আকাশ (২০) জীবনের সবচেয়ে বড় সংগ্রামের মুখোমুখি। মাত্র তিন মাস আগে জীবিকার তাগিদে কচুয়ার গোলবাহারে টাইলসের কাজ করতে গিয়ে একতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। দুর্ঘটনায় তার মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে যায়, ফলে তিনি সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েছেন।
দুই মাস ধরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আকাশ। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত থেরাপি ও উন্নত চিকিৎসা না হলে আকাশ কখনোই স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা এখন সম্ভব হচ্ছে না।
আকাশের পারিবারিক পরিস্থিতিও ভাঙাচোরা। তার মা ও বাবা আলাদা থাকায় বর্তমানে তিনি দাদির কাছেই লালনপালন করছেন। দাদি ফেরদৌস বেগম বলেন, “টাকা-পয়সার অভাবে আমরা আর চিকিৎসা করাতে পারছি না। যদি তিন লাখ টাকা সংগ্রহ করতে পারি, তাহলে একটি অতিরিক্ত অপারেশন করিয়ে আকাশকে সুস্থ করার চেষ্টা করতে পারব। আমরা চাই সবাই মানবতার দৃষ্টিতে এগিয়ে আসুক।”
আকাশ নিজেও জানান, “মেরুদণ্ড ভাঙার কারণে আমি কোনো কাজ করতে পারি না। সারাদিন শুয়ে থাকতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন লাখ টাকা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সবার সহযোগিতা চাই।”
মানবতার আহ্বান জানিয়ে আকাশের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। আপনার ছোট্ট সাহায্যও একটি তরুণের জীবন পরিবর্তন করতে পারে এবং এক মায়ের মুখে আবারও হাসি ফিরিয়ে আনতে পারে।
যে কেউ সাহায্য করতে চাইলে আকাশের কাকা বা আকাশের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন: বিকাশ: 01812-734168, আকাশ: 01629-297554।
মানবিক সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে আমরা আকাশকে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনতে পারি।