নতুন মোটরসাইকেল নিয়ে বের হন দুই বন্ধু। সারাদিন ঘুরে চা খেয়ে বাড়ির উদ্দেশ্য ফিরছিলেন তারা। এ সময় পেছন থেকে অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দিলে নিহত হন দুই বন্ধু।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮) ও কাদের প্রধানের ছেলে নাজমুল হোসেন (২৩)। তারা দুইজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান শামিম ও নাজমুল। কিন্তু বাড়ি ফেরা আর হয়নি তাদের। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় তারা রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুরাদপুর এলাকার বাসিন্দা বলেন, নতুন মোটরসাইকেল কেনার আনন্দেই বের হয়েছিল ওরা। সারাদিন বেরিয়ে রাতে চা খেয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মাত্র আগের দিনই সোলেমান আহমেদের ছেলে শামিম মোটরসাইকেলটা কিনেছিল।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুর ১টায় জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।