শাহরাস্তি উপজিলার সূচীপাড়া উওর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের আলহাজ্ব আলী আকবর মজুমদার মেমোরিয়াল দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
২২ অক্টোবর বুধবার, দুপরে মুক্তিযুদ্ধের সংগঠক সিফাত উল্লাহ সেফুদা প্রতিষ্ঠিত হাসমতের নেছা হাসু সাইন্স এন্ড টেকনোলজি কলেজ মিলনায়তনে এ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (নেপরোলোজি বিভাগীয় প্রধান) কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: কে বি এম হাদিউজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন (প্রস্তাবিত) হাসমতের নেছা হাসু সাইন্স এন্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন মন্টু।
শাহরাস্তি প্রেসক্লাবের সহ: সম্পাদক মো: রুহুল আমিন তরুণের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চেড়িয়ারা কলেজের অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক মোঃ আবুল কালাম, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা। সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন সমাজ সেবক আবুল কালাম কালু। অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।