শাহরাস্তিতে চালককে কুপিয়ে আহত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই ডাকাতকে আটক ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ,ক্ষতিগ্রস্ত পরিবার,স্থানীয় বাসিন্দা সূত্র জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এসআই (নিঃ) মিঠুন দাসের নেতৃত্বে লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা উত্তরপাড়া গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে শাকিল আহমেদ ফারুক (২৭)-কে গ্রেফতার করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ছিনতাইকৃত অটোরিকশাটি পলাতক সহযোগী আবুল খায়ের ওরফে কানা খায়েরের (৪৩) কাছে রয়েছে। পরে পুলিশ কচুয়া উপজেলার চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করে।
এ ঘটনায় দায়ের হওয়া শাহরাস্তি মডেল থানার দস্যুতা মামলা (এফআইআর নং-১৫, তারিখ ২৫ অক্টোবর ২০২৫; জিআর নং-১৬৪; ধারা ৩৯৪/৩৪ দণ্ডবিধি ১৮৬০) তদন্তাধীন রয়েছে। গ্রেফতারকৃত শাকিলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য,সম্প্রতি শাহরাস্তি পৌরসভার পূর্ব সুয়াপাড়া এলাকার মীরবাড়ির মো. বিল্লাল হোসেনকে কুপিয়ে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের দ্রুত পদক্ষেপে আসামি গ্রেফতার ও অটোরিকশা উদ্ধারের ঘটনায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
কম সময়ের ব্যবধানে ওসি মোহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে ও এসআই মিঠুন দাসের পরিচালিত এ অভিযানকে জননিরাপত্তায় সফল উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়রা।
শাহরাস্তি প্রতিনিধি: 






















