ঢাকা 11:29 pm, Thursday, 30 October 2025

ফজর নামাজ পড়তে যাওয়া চাচাকে বোরকা পরে কুপিয়ে রক্তাক্ত করল ভাতিজা, আটক দুই

শাহরাস্তি উপজেলায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বোরকা পরে চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন ভাতিজা মিজানুর রহমান। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার মালরা ভূঁইয়া বাড়ি জামে মসজিদের পশ্চিম পাশে পুকুরপাড়ে অতর্কিতভাবে হামলার শিকার হন ওই গ্রামের বাসিন্দা মোস্তফা ভূঁইয়া।

বোরকা পরে পথরোধ করে মিজানুর রহমান (৫১), তার স্ত্রী ফুলবানু (৪৫), ভাই মো. মফিজ ভূঁইয়া ও মেয়ে শাহনারা বেগম মিলে দা ও লাঠিসোটা দিয়ে মোস্তফা ভূঁইয়ার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় স্থানান্তর করে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আহতের ছেলে মোশাররফ হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গত ২৯ অক্টোবর রাতে চাঁদপুর সদর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এর আগে ২৮ অক্টোবর নিজ বাড়ি থেকে তার স্ত্রী ফুলবানুকে আটক করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, “আমরা শুরু থেকেই মামলাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করেছি। দ্রুত পদক্ষেপ নেওয়ায় ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ দুইজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় আটক মিজানুর রহমান ঘটনার ১৫ দিন আগ থেকে গা ঢাকা দিয়ে ছিলেন তাকে কেউ যেন সন্দেহ না করে। হামলায় ব্যবহৃত দা স্থানীয় ঠাকুর বাজার থেকে ক্রয় করেছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করলেন রেহান উদ্দিন রাজন

ফজর নামাজ পড়তে যাওয়া চাচাকে বোরকা পরে কুপিয়ে রক্তাক্ত করল ভাতিজা, আটক দুই

Update Time : 09:49:59 pm, Thursday, 30 October 2025

শাহরাস্তি উপজেলায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বোরকা পরে চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন ভাতিজা মিজানুর রহমান। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার মালরা ভূঁইয়া বাড়ি জামে মসজিদের পশ্চিম পাশে পুকুরপাড়ে অতর্কিতভাবে হামলার শিকার হন ওই গ্রামের বাসিন্দা মোস্তফা ভূঁইয়া।

বোরকা পরে পথরোধ করে মিজানুর রহমান (৫১), তার স্ত্রী ফুলবানু (৪৫), ভাই মো. মফিজ ভূঁইয়া ও মেয়ে শাহনারা বেগম মিলে দা ও লাঠিসোটা দিয়ে মোস্তফা ভূঁইয়ার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় স্থানান্তর করে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আহতের ছেলে মোশাররফ হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গত ২৯ অক্টোবর রাতে চাঁদপুর সদর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এর আগে ২৮ অক্টোবর নিজ বাড়ি থেকে তার স্ত্রী ফুলবানুকে আটক করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, “আমরা শুরু থেকেই মামলাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করেছি। দ্রুত পদক্ষেপ নেওয়ায় ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ দুইজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় আটক মিজানুর রহমান ঘটনার ১৫ দিন আগ থেকে গা ঢাকা দিয়ে ছিলেন তাকে কেউ যেন সন্দেহ না করে। হামলায় ব্যবহৃত দা স্থানীয় ঠাকুর বাজার থেকে ক্রয় করেছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।