শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামের শীল বাড়ির প্রবাসী সুমনের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল ও গাছ কর্তনের ঘটনা ঘটেছে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর মঙ্গলবার একই বাড়ির নিত্য গোপালের ছেলে নিরঞ্জন ও রায় হরনের ছেলে খোকন চন্দ্র শীল এবং চিন্তা হরনের ছেলে সমীর চন্দ্র শীলসহ ৬জনকে অভিযুক্ত করে দীপংকর শীলের স্ত্রী পান্নারানী শীল একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, বাদীর মালিকানাধীন কুরকামতা মৌজার ১৫৪ নং খতিয়ানে ৭৫০ দাগের অন্ধরে ৩৪ শতাংশ পৈত্রিক সম্পত্তির ৯ শতাংশের উপর গাছ লাগানো হয়,অভিযুক্তরা ওই সম্পত্তি নিজেদের দাবি করে আনুমানিক দুইশ গাছ কেটে সম্পত্তি দখল করার চেষ্টা করে।
খবর পেয়ে অভিযোগকারী পান্না রানী শীল গিয়ে বাধা দিলে বিবাদীগণ তাকে মারধর করে মারাত্মকভাবে জখম করে, তার স্বামী ও দেবর প্রবাসী সুমন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
অভিযোগকারী পান্না রানী শীল জানান,আমাদের ভোগদখলীয় সম্পত্তি তারা দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে। এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে তারা আদালতের তোয়াক্কা না করে আমাদের সম্পত্তি দখল করতে চায়।বর্তমানে আমরা তাদের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছি।
উক্ত বিষয়ে বক্তব্যের জন্য নিরঞ্জন শীল ও খোকন চন্দ্র শীলের সাথে সরেজমিনে ও মোবাইলে অনেক বার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মোঃ আবুল বাশার জানান, উক্ত ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহরাস্তি প্রতিনিধি: 












