শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে খিলাবাজার বন্ধু ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী ডে- নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫(সিজন–৪)এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে খিলাবাজার বাজার স্কুল এন্ড কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহণ করেন, খেড়িহর দক্ষিণ পাড়া ক্লাব ও কাঁঠালবাগান স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে খেড়িহর দক্ষিণ পাড়া ক্লাব ট্রাইব্রেকারে ৩–১ গোলে কাঁঠালবাগান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, খিলাবাজার বন্ধু ক্লাবের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাস,রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মাহবুব আলম, বিএনপি’র নেতা মোস্তফা কামাল।সভাপতি তিনি তাঁর বক্তব্যে বলেন মাদক আজ আমাদের সমাজের এক ভয়াবহ ব্যাধি। যুব সমাজ যদি এই মাদকের ছোবলে জড়িয়ে পড়ে, তবে জাতির ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাবে। খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও মানবিকতার শিক্ষা দেয়। আমরা চাই, প্রতিটি তরুণ মাঠে সময় কাটাক, মাদকমুক্ত জীবন গড়ুক। খিলা বাজার বন্ধু ক্লাবের এ আয়োজন শুধু খেলাধুলার নয়, এটি একটি সামাজিক আন্দোলন, মাদকবিরোধী সচেতনতার প্রতীক।”তিনি ধন্যবাদ জানান টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল, খেলোয়াড়, রেফারি, স্পন্সর ও দর্শকদের।
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া ঃ 












