“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য কে বুকে ধারণ করে শাহরাস্তিতে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা। শনিবার ০১ লা নভেম্বর ২০২৫ সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে
সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বর্নাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মোতালেব খান, সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের পরিচালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা , শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম (বার) শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া , সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আকন্দ, সাংবাদিক রুহুল আমিন প্রমুখ।
বক্তারা সমবায়কে ‘উন্নয়নের চাবিকাঠি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি স্বনির্ভর সমাজ গঠন ও বেকারত্ব নিরসনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।” তারা আরও বলেন, সরকারের চলমান উন্নয়ন অভিযাত্রায় সমবায় খাত একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।”
Reporter Name 



















