চাঁদপুরের শাহরাস্তিতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মো. তুহিন (৪৪), জয়নুল আবেদীন জনি (২২) ও আলমগীর হোসেন মৃধা (৩৮) নামে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার এলাকা অভিযান পরিচালনা করে। এ সময় তুহিন ও জনি নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ পিস ইয়াবা ট্যাবলেট।
অপরদিকে উপজেলার মেহের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি আলমগীর হোসেনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা।
লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদ্রকদ্রব্য ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মো. হাবিবুর রহমান, শাহরাস্তি: 






















