৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। শাহারাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) এর দিকনির্দেশনায়
৫ নভেম্বর বুধবার /২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
শাহরাস্তি থানাধীন মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা ঠাকুর বাড়ী ধৃত আসামী মোঃ জহির (৪২) এর বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ জহির(৪২), পিতা- জাকির হোসেন, মাতা- রাহেলা বেগম, সাং- দেবকরসই(ঠাকুর বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।উক্ত সময়ে আসামী ২। নাজমুল হুদা রাসেল(২৬), পিতা- বিল্লাল হোসেন, মাতা- নাজমুন নাহার, সাং- পাথৈর(কলাওয়ালা বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর ঘটনাস্থল হইতে কৌশলে পলায়ন করে।গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার ,মামলা নং-৯, তারিখ- ০৫ নভেম্বর, ২০২৫; জি আর নং-১৭৭, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;রুজু করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী ও পলাতক আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে স্বল্প মূল্যে ইয়াটা ট্যাবলেট (মাদকদ্রব্য) ক্রয় করিয়া বিভিন্ন স্পটে বেশি দামে বিক্রি করিয়া যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে। আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাহাদের নামে একাধিক মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীকে ইয়াটা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালে গ্রেফতার করা হয়। শাহরতি উপজেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ শাহরাস্তি থানা পুলিশ । মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
অনলাইন নিউজ ডেস্ক : 























