মতলব পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন ও জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ণ প্রকল্প ( IUGIP))এর অধীনে মতলব পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন এর তথ্য উপস্থাপনা করেন সেলটেক এর সিনিয়র কনসালটেন্ট মোঃ শাহাদাত হোসেন।
এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড.কাজী হাসেম, উপজেলা প্রকৌশলী মেহেদি হাসান, মতলব পৌরসভার প্রধান নির্বাহী সাইফুল ইসলাম, পৌর প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সহ সভাপতি মজিবুর রহমান সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি জেসমিন সুলতানা, চরনিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বকুল,মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি ইয়ামিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সচেতন নাগরিক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ তাদের মুক্ত মতামত উপস্থাপন করেন।
পৌর শহরকে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানান বক্তারা। এসময় নগর পরিকল্পনাবিদ আল মুস্তাকিন অপূর্ব, সহকারী নগর পরিকল্পনাবিদ জুনায়েদ ইমাম আদিব উপস্থিত ছিলেন।
সফিকুল ইসলাম রিংকু: 






















