চাঁদপুরের প্রাণকেন্দ্রে আধুনিক ও নিরাপদ আবাসনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে চাঁদপুর রিয়েল এস্টেট লিমিটেড। “সহজ আকর্ষণের মূল্য, নিরাপদ বিনিয়োগ” — এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি উত্তর জি.ডি রোড, চেয়ারম্যান ঘাট এলাকায় ফ্ল্যাট বুকিং কার্যক্রম শুরু করেছে।
প্রতিষ্ঠানটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রজেক্ট বর্তমানে বিপনিবাগ পৌর মার্কেটের পিছনে নির্মাণ ও বিক্রয় কার্যক্রমের পরিকল্পনায় রয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ফয়সাল শপিং কমপ্লেক্সের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গ্রাহক সেবা, ব্যবসায়িক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে “হালাল ইনকাম” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, আমাদের মিশন হলো মানুষকে সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে জমি, প্লট ও আবাসন সম্পর্কিত সেবা প্রদান করা। স্বচ্ছতা, সততা এবং পেশাদারিত্বের মাধ্যমে এমন একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে একজন সাধারণ মানুষও নিশ্চিন্তে তার স্বপ্নের ঠিকানা খুঁজে পাবে।
তারা আরও বলেন, আমাদের ভিশন হলো চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত, পরিকল্পিত ও আধুনিক রিয়েল এস্টেট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করা-যাতে মানুষ বিনিয়োগ করে আত্মবিশ্বাসের সঙ্গে, এবং গড়ে উঠে দীর্ঘ মেয়াদি সম্পর্ক।
সেমিনারে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান হাফিজ মোঃ আবু নাসির মিয়াজী, ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট জাবির হোসেন,ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাহাদুল ইসলাম, প্রশিক্ষণ ও বিপণন পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ আলী, প্রকল্প পরিচালক মারুফ আহমেদ এবং অর্থ পরিচালক হাফেজ মোঃ রাহাদু ইসলাম।
মুহাম্মদ বাদশা ভূঁইয়া: 























