জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় নিজ মেহের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজায়ের হোসেন, আবু ইউসুফ পাটোয়ারী রুপন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ আবুল কালাম, বিএনপির সহ-সভাপতি ও মেহের ডিগ্রী কলেজের সাবেক ভিপি শাহ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ ব্যবসায়ী আখতার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক আবহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সৈনিক-জনতার ঐক্য জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত বিপ্লব ও সংহতির চেতনা ধারণ করে দলকে সংগঠিত করার আহ্বান জানান। আলোচনা সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া: 





















