জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, এই দেশ আমাদের দেশ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, বিদেশের হস্তক্ষেপ মোকাবেলায় আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবো।
১২ নভেম্বর বুধবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদক প্রকাশকবৃন্দের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেলা জামায়াতের আমীর আরো বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ স্বরুপ। সাংবাদিকদের মাধ্যমে আমরা ঘুম থেকে উঠেই সকল তথ্য জানতে পারি। আমরা প্রত্যাশা করি ঘটনা যাই ঘটুক না কেনো জনগণ যাতে সঠিক তথ্য পায়।
এ সময় সাংবাদিকদের উন্মুক্ত প্রশ্নের জবাব দতে গিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধর্মভিত্তিক আটটি দলের সাথে আসন সমঝোতায় জামায়াত কোন কৃপণতা করবে না। যেখানেই কেন্দ্রীয়ভাবে আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় আমরা কোন প্রকার প্রশ্ন ছাড়াই তা মেনে নিবো।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি না পেলে জুলাই যোদ্ধারা বিপদে পড়বে। তাই গণভোট বাস্তবায়নে জামায়াত অনড় থাকবে। আমরা মনে করি, নির্বাচন বিলম্ব হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, তাই ফেব্রুয়ারির ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন প্রত্যাশা করি, তবে এর আগেই গণভোট করে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে।
জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ।
পত্রিকা সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর দর্পণের সম্পাদক শরিফ চৌধুরী, সপ্তাহিক সকাল এর সম্পাদক মোশাররফ হোসেন লিটন, প্রভাতি কাগজের সম্পাদক ও প্রকাশ আব্দুল আউল রুবেল, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক আল ইমরান শোভন, দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ,ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম, জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও জামায়াতের নেতৃবৃন্দ। দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম.আর. ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, দৈনিক আদি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক ফরিদ উদ্দিন উকিল সহ স্থানীয় দৈনিক পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইন নিউজ ডেস্ক : 
























