আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হক-কে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করায় শাহরাস্তিবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ এই মনোনয়নে উচ্ছ্বাস প্রকাশ করেন এক পথ সভার আয়োজন করেন।
এদিন বিকেল তিনটায় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নেতাকে বরণ করেন।
পরে তিনি পৌরসভার দোয়াভাঙ্গা আলামিন শপিং কমপ্লেক্সের সম্মুখে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ধানের শীষের প্রার্থী লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের বিজয় নিশ্চিত বলে স্লোগান দেন। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনীত করায় দলটির হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি একইসঙ্গে দলের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মনোনয়ন বোর্ড ও মহাসচিবকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান।
তিনি বলেন, আমাকে ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসেবে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) উপজেলায় মনোনয়ন দেওয়া হয়েছে। বিগত সরকার প্রধান হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ওই শাসন ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না। আমরা শান্তির বাংলাদেশ চাই।
তিনি নিজ দলের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, অনিয়ম থেকে দূরে থাকবেন।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত শাসন ব্যবস্থার চাকরির মানসিকতা বাদ দিতে হবে। কারণ আপনাদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়। পরে তিনি উপস্থিত হাজার হাজার নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থককে এই সংবর্ধনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।
উপজেলা যুবদল আহবায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, আবু ইউসুফ রোপন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন,আক্তার হোসেন পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়া উদ্দিন বাদল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন,পৌর বিএনপি’র সাবেক আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন,যুবদলের সাবেক সভাপতি মো. আঃ মান্নান, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুলহক গণি, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, ছাত্র দলের আহবায়ক ইন্জিঃ এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,যুবদলের যুগ্ম সম্পাদক আদনান নোমানসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
মো. হাবিবুর রহমান ভূঁইয়া: 























