কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কনসালট্যান্ট, শাহরাস্তি পপুলার হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ আহসানুল কবির, সহকারী অধ্যাপক কার্ডিওলজি পদে পদোন্নতি পাওয়ায় শাহরাস্তি উপজেলা প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশন ও পপুলার হাসপাতাল পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়েছে।
১৮ ই নভেম্বর বুধবার বিকেলে পপুলার হাসপাতাল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশন সভাপতি সেলিম পাটোয়ারী লিটন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আফতাব উদ্দীন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, পপুলার হাসপাতালের পরিচালক সাইফুল কবির সুমন, পরিচালক মাহফুজুল কবির, পপুলার হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা: তাসলিমা আক্তার, পপুলার হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সাকিব কাউছার প্রমুখ।
Reporter Name 





















