শাহরাস্তিতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেলে মেহের উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উক্ত খেলায় অংশগ্রহণ করে ডাকাতিয়া নদীর উত্তর পাড় ও দক্ষিণ পাড় একাদশ। উক্ত খেলায় নদীর দক্ষিণ পাড় একাদশকে ট্রাইব্যাকারে হারিয়ে নদীর উত্তর পাড় একাদশ জয়লাভ করে। খেলায় পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সামছুল আরেফিন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আক্তার হোসেন, আজগর হোসেন মিয়াজী, সাদ্দাম হোসেন মিঠু, আরজু।
এসময় আরও উপস্থিত ছিলেন, গনমাধ্যম কর্মী আবু মুছা আল শিহাব, মোঃ জামাল হোসেন, মোঃ মহিউদ্দিন মাইনু ও ফয়সাল আহমেদ প্রমুখ।
আবু মুছা আল শিহাব: 























