শাহরাস্তিতে প্রতিবন্ধীর শ্লীলতা হানির চেষ্টা, থানায় অভিযোগ।ধামাচাপা দিতে কোর্টে মামলা। ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি পৌরসভার ১২ নং ওয়ার্ড নোয়াগাঁও ওসমান বেপারী বাড়ির মাসুদের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মেয়ে মিস
তাহমিনা আক্তার(২৬) কে একই বাড়ির আব্দুল আলী হেন্জু (৫০) পিতা মৃত কোরবান আলী কয়েকবার শ্লীলতাহানির চেষ্টা করে, অভিযোগে জানা যায় মেয়েকে বিভিন্নভাবে প্রস্তাব দেওয়া হয়, এতে সে রাজি না হওয়ায়, তাকে লাঠি পেটা করা হয়। তার অত্যাচার সহ্য করতে না পেরে এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে জানালে অভিযুক্ত ব্যক্তিরা আমার স্বামীসহ আমার পরিবারের সবাইকে মারধর করে, আমার মেয়েকে হত্যার হুমকি দেয়, এ ব্যাপারে মেয়ের মা রেহানা আক্তার (৪০) স্বামী মাসুদ( ৫০) বাদী হয়ে শাহরাস্তি থানায় ২৫/১০/২০২৫ ইং চারজনকে বিবাদী করে থানায় অভিযোগ করায় , অভিযুক্ত হেন্জু মিয়া অভিযোগকারী সহ পরিবারের সবাই এর বিরুদ্ধে ২৬/১০/২৫ইং তারিখে উপরোক্ত বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মামলাটি দায়ের করেন।
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ 























