সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর-২০২৫) বাদ আছর চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর পরামর্শে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালীর সভাপতিত্বে এবং মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, বিএনপি নেতা সফিউল্লাহ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মোফাজ্জল হোসেন হাক্কানীসহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান প্রধান, অরুন জমাদার, মিজানুর রহমান বকাউল, বাবুল বকাউল, যুবদল নেতা কাজী সুমন, ফারুক হাওলাদার, সুমন প্রধান, শাহীন মিয়াজী, উপজেলা ছাত্রদলে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাত, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল-আমিন পাটোয়ারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, দক্ষিণ ঘিলাতলী বকাউল বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাহিদুল ইসলাম।
সফিকুল ইসলাম রিংকু 


















