দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমান কোকো’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মী-সমর্থকদের মাগফেরাত এবং অসুস্থতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল কাদের বাগদাদী।
এ সময় ভারাকান্ত ও আবেগাপ্লুত কন্ঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থণা করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।
দোয়া মাহফিলে বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, আনিসুর রহমান পাটওয়ারী কানু, হুমায়ুন কবির স্বপন, জামাল উদ্দিন তালুকদার কিরন, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, এ্যাড. ওমর ফারুক টিটু, কবির হোসেন মুন্সী, সাহাবউদ্দিন সাবু, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মিলন হোসেন মিয়াজীসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ও বিএনপি নেতা হুমায়ুন কবির স্বপনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত দোয়া-মাহফিলে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে শাহআলম মজুমদার দুলাল, সালেহ আহম্মদ রানা, সাইফুল ইসলাম স্বপন, ইব্রাহিম মজুমদার,, মীর হোসেন মোল্লা, আবুল কালাম আজাদ, শাহজাহান বেপারী, জাকির বেপারী, হুমায়ুন কবির, মামুন মোল্লা, জানেআলম, মফিজুল ইসলাম রতন’সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা ও পৌর যুবনেতাদের মধ্যে জুলহাস চৌধুরী, ফয়েজ আহমেদ, মিলন হোসেন নিরব, মিজানুর রহমান পলাশ, মাহবুব, কাউছার, স্বেচ্ছাসেবক নেতা নূর মোহাম্মদ সবুজ, রায়হান’সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী, সমর্থক’সহ মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি ॥ 


















