মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। গত ১৯ নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলা শাখার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশানের সাংগঠনিক পদের ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা বা নিষেধাজ্ঞা থাকল না।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্তে অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শেষে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন—
মোঃ জাহাঙ্গীর আলম
দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সফিকুল ইসলাম রিং 














